Daily Bangladesh
 1. অর্থনীতি
 2. আন্তর্জাতিক
 3. খেলাধুলা
 4. জাতীয়
 5. তথ্যপ্রযুক্তি
 6. পাঠক মতামত
 7. ফিচার
 8. বিজ্ঞান ও গবেষণা
 9. বিনোদন
 10. ব্যবসা ও বানিজ্য
 11. রাজনীতি
 12. লাইফস্টাইল
 13. শিক্ষা
 14. সাহিত্য ও সংস্কৃতি
 15. স্থানীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া হচ্ছেন এলিনা শাম্মী

Link Copied!

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী। 

নতুন খবর হচ্ছে ছবিটিতে সম্প্রতি নতুন করে চুক্তিবদ্ধ হলেন আরও একজন অভিনেত্রী। তিনি এলিনা শাম্মী।  তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন। 

সোমবার বিকেলে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা শাম্মী। ডেইলি বাংলাদেশকে মঙ্গলবার শাম্মী নিজেই তার চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

শাম্মী বলেন, গতকাল ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য সোমবার বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হয়েছি। এতে আমি খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবো। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি হিসেবেই মনে করছি। কারণ এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার। 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। 

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।