Daily Bangladesh
 1. অর্থনীতি
 2. আন্তর্জাতিক
 3. ইতিহাস ও ঐতিহ্য
 4. খেলাধুলা
 5. জাতীয়
 6. তথ্যপ্রযুক্তি
 7. পাঠক মতামত
 8. ফিচার
 9. বিজ্ঞান ও গবেষণা
 10. বিনোদন
 11. ব্যবসা ও বানিজ্য
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা
 15. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

বেস্ট মিউজিক ডিরেক্টর এওয়ার্ড পেলেন মাহফুজ ইমন

Link Copied!

সম্প্রতি সংগীত পরিচালক মাহফুজ ইমনের সংগীত পরিচালনায় ‘স্বজন’ নামের একটি নাটকে ‘আরটিভি বেস্ট মিউজিক ডিরেক্টর এওয়ার্ড’ পেয়েছেন কম্পোজার মাহফুজ ইমন। রিদম খানের পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাশার ও জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। বিশেষ একটি চরিত্রে রয়েছেন মিরাক্কেল খ্যাত পাভেল।

মাহফুজুর রহমান ইমন, মাহফুজ ইমন নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী সঙ্গীত সুরকার, পিয়ানিস্ট এবং গায়ক। তিনি যশোরের বাসিন্দা এবং চট্টগ্রামে বড় হয়েছেন এবং এখন তিনি বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। মূলত তিনি আধুনিক পপ মিউজিক, ইডিএম এবং বাংলা ফিউশন ফোক নিয়ে কাজ করেন।

তরুন প্রজন্মের একজন উঠতি সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে তিনি আরও দুটি নাটকে – “গল্পটা শুধু তোমার আমার ” এবং “জগৎ সংসার” এ সংগীত পরিচালনা করেছেন। নাটক দুট সরাসরি নাগরিক টেলিভিশন এ প্রচারিত হয়েছে।