Daily Bangladesh
 1. অর্থনীতি
 2. আন্তর্জাতিক
 3. ইতিহাস ও ঐতিহ্য
 4. খেলাধুলা
 5. জাতীয়
 6. তথ্যপ্রযুক্তি
 7. পাঠক মতামত
 8. ফিচার
 9. বিজ্ঞান ও গবেষণা
 10. বিনোদন
 11. ব্যবসা ও বানিজ্য
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা
 15. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের ‘প্র্যাংক’, আত্মহত্যা করলেন স্ত্রী

Link Copied!

দুবাই প্রবাসী স্বামী রমজান  দ্বিতীয় বিয়ে করেছেন শুনে আত্মহত্যা করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফাউজিয়া নামের এক নারী। জানা গেছে, পাঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা রমজান মধ্যপ্রাচ্যে থাকেন। সেখান থেকে এক ভিডিও কলে দেশে থাকা স্ত্রীকে রমজান জানান মধ্যপ্রাচ্যের এক নারীকে তিনি বিয়ে করেছেন। এ কথা শুনে স্ত্রী ফাউজিয়া কল কেটে দিয়ে তার স্বামীকে কয়েকটি ভিডিও বার্তা পাঠিয়েই আত্মহত্যা করেছেন।

দুবাই প্রবাসী স্বামী দাবি করেছেন, তিনি মূলত ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মজা করে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলেন। যদিও তার স্ত্রী মজা বুঝতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। পরিস্থিতি এমন হয়ে যায় যে- প্র্যাংক করার বিষয়টি বোঝানোর সুযোগই তার স্ত্রী তাকে দেননি।

আত্মহত্যার আগে ফাউজিয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি তার স্বামীকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারবেন না।

এদিকে, এঘটনায় ফাউজিয়ার পরিবার রমজান ও তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তারা দাবি করছে, ফাউজিয়াকে হত্যা করা হয়েছে। এরফলে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে সংশয়ে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ।