Daily Bangladesh
 1. অর্থনীতি
 2. আন্তর্জাতিক
 3. খেলাধুলা
 4. জাতীয়
 5. তথ্যপ্রযুক্তি
 6. পাঠক মতামত
 7. ফিচার
 8. বিজ্ঞান ও গবেষণা
 9. বিনোদন
 10. ব্যবসা ও বানিজ্য
 11. রাজনীতি
 12. লাইফস্টাইল
 13. শিক্ষা
 14. সাহিত্য ও সংস্কৃতি
 15. স্থানীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় আবদুল মজিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ জেলার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোরপাই এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ আবদুল মজিদ। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।