Daily Bangladesh
 1. অর্থনীতি
 2. আন্তর্জাতিক
 3. ইতিহাস ও ঐতিহ্য
 4. খেলাধুলা
 5. জাতীয়
 6. তথ্যপ্রযুক্তি
 7. পাঠক মতামত
 8. ফিচার
 9. বিজ্ঞান ও গবেষণা
 10. বিনোদন
 11. ব্যবসা ও বানিজ্য
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা
 15. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মানতে নারাজ বাস মালিকরা

Link Copied!

শিক্ষার্থীদের আন্দোলন জোরাল হয়ে উঠলেও বাসে হাফ ভাড়ার দাবি মানতে নারাজ পরিবহন মালিকরা। তারা বলছেন, সব শিক্ষার্থীর ভাড়া অর্ধেক নিতে গেলে তাদের বড় লোকসান গুণতে হবে।

বাস মালিক নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক নেওয়ার কোনো সুযোগ নেই।

এদিকে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ালেও শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে পরিবহন মালিকদের চাপ দিতে অনীহ সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলছেন, বিষয়টি চাপিয়ে দেওয়ার মতো না।

ডিজেলের দাম সরকার ২৩ শতাংশ বাড়ানোর পর বাস মালিকরা গাড়ি নামানো বন্ধ করে দিলে এই মাসের শুরুতে জনদুর্ভোগ চরমে ওঠে।

এরপর বিআরটিএ পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ায়, যাকে বাস মালিকদের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।

এরপর বাড়তি ভাড়া নিয়ে বাসে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে হাফ ভাড়ার পুরনো দাবি নিয়ে মাঠে নামে শিক্ষার্থীরা।

গত এক সপ্তাহ ধরে বিচ্ছিন্নভাবে তারা ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ-বিক্ষোভ করে আসছিল। বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর সেই আন্দোলন বেগ পায়।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনেও হাফ ভাড়ার দাবিটি ছিল। এখন সেই দাবিটি নতুন করে আসার পর তাতে রাজনৈতিকদের অনেকে এমনকি ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাও তাতে সমর্থন দিয়েছেন।

এরই মধ্যে বৃহস্পতিবার বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনে সমিতির কেন্দ্রীয় নেতা খন্দকার এনায়েত উল্যাহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি নাকচ করেন।

সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ওই সম্মেলনে থেকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে পরিবহন মালিকদের দৃষ্টি আকর্ষণ করলেও তেমন সাড়া পাননি।